ডলারের সঙ্গে লড়াইয়ে ইউয়ান কি সুবিধা করতে পারছে? | Dollar VS Yuan | State Watch

2022-11-08 1

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্য দিয়ে বর্তমান বিশ্ব ব্যবস্থার মধ্যে পরিবর্তনের ধ্বনি শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতি হিসেবে চীনের যে অগ্রযাত্রা, তা যুক্তরাষ্ট্রের হাত থেকে অর্থনৈতিক শ্রেষ্ঠত্বের ছড়ি কেড়ে নেবে। কিন্তু এই লড়াইয়ে চীনা মুদ্রা ইউয়ান কতটা সুবিধা নিতে পারছে? মার্কিন ডলারকে কি ইউয়ান অচিরেই চ্যালেঞ্জ জানাচ্ছে?

#dollaryuan #dollar #yuan #statewatch #currentnews