বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে বামেদের পদযাত্রা

2022-11-07 6

বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে বামেদের পদযাত্রা

*নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান*

সিপিআইএম এর পক্ষ থেকে মিছিল সহকারে পদযাত্রা কর্মসূচি গৃহীত হয় সোমবার।
পূর্ব বর্ধমান জেলার,মেমারি দু'নম্বর এরিয়া কমিটির উদ্যোগে কুচুট কৃষক সভা শাখাসংগঠনের পক্ষ থেকে মিছিল সহকারে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।
কুচুট অঞ্চলের অন্তর্গত শিবপুর গ্রাম থেকে পদযাত্রা শুরু করে রাজবাড়ী বাজার, কুচুট, বসতপুর, বারকোনা বাজারে পদযাত্রা এবং সংক্ষিপ্ত বক্তব্যর মধ্য দিয়ে সমগ্র কর্মসূচির সমাপ্তি হয়।
মিছিল থেকে দাবি তোলা হয় ক্ষেতমজুর দের মজুরি বৃদ্ধি করতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি, একশ(১০০) দিনের কাজ চালুর দাবি, প্রকৃত চাষীর থেকে সরকারকে ধান ক্রয় করতে হবে এবং সারের দাম কমাতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গণসংগঠনের নেতৃত্ব সুদেব ঘোষ, বিপিন রায়চৌধুর, সুজিত হাজরা, কাঞ্চন সরকার সহ নেতৃত্বরা ও কর্মীবৃন্দ।

Videos similaires