জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করল এলাকার বাসিন্দারা

2022-11-07 2

জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করল এলাকার বাসিন্দারা। সোমবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন মোহিতনগর সংলগ্ন রাজ্য সড়ক শিলিগুড়ি জলপাইগুড়ি রাস্তায় ঝা বাড়ি মোর পথ অবরোধ করা হয় স্থানীয় দের উদ্যোগে । দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা। রাস্তায় ধুলোর জন্য চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দুর্ঘটনা লেগেই আছে বলে অভিযোগ। দুটো রাস্তা মেরামত এবং সমাধানের দাবিতেই এদিনের এই অবরোধ বাসিন্দাদের। জলপাইগুড়ি 73 মোর থেকে হলদিবাড়ি মোড় পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এই পথ অবরোধ চলে দীর্ঘক্ষণ ধরে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে দেয় l

Videos similaires