প্রয়োজনীয় ওষুধ কেনার পয়সাও হচ্ছে না বর্তমান পেনশন দিয়ে l
রবিবার জলপাইগুড়িতে অনুষ্ঠিত
হলো এল আই সি পেনশনার্স এসোসিয়েশনের ২৭ তম বার্ষিক সম্মেলনে এমনই অভিযোগ উঠলো ।
ভারতীয় জীবন বীমা নিগমের জলপাইগুড়ি বিভাগীয় কার্যালয়ে রবিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অবসরপ্রাপ্ত এল আই সি কর্মীরা উপস্থিত ছিলেন lএছাড়াও সংগঠনের সর্ব ভারতীয় সম্পাদক এই সম্মেলনে উপস্থিত ছিলেন ।
নিজেদের দাবিদাবা প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক জয়প্রকাশ নন্দী জানান, আমাদের ফ্যামিলি পেনশন বৃদ্ধি সহ মাসিক মেডিকেল আলাউন্স, সহ নানান দাবী রয়েছে, যার মধ্যে অনেক গুলো কর্পোরেশন বোর্ড অনুমোদন করে দেবার পরও কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আটকে রেখেছে। তাই আমরা আন্দোলন এ নামার সিদ্ধান্ত নিয়েছি l