রাস্তা আটকে দলছুট হাতি, সেই দৃশ্য মোবাইল বন্দি করলেন পর্যটকেরা
2022-11-06
1
নাগরাকাটা থেকে মূর্তি যাওয়ার পথে রাজ্য সড়কের উপর আচমকাই চলে আসে একটি দাঁতাল হাতি। থমকে যায় যান চলাচল। বেশ কিছু ক্ষণ পর হাতিটি নিজে থেকেই জঙ্গলে ফিরে যায়, তারপরেই স্বাভাবিক হয় যান চলাচল।