যত কাণ্ড বিমা কোম্পানিতে, ফাঁস করলেন সোনামণি

2022-11-05 10

নার্সিংহোমের বিছানার তলায় কোটি কোটি টাকা। দিল কে? অসহায় গ্রামীণ মানুষ। তাও আবার স্বাস্থ্য সুরক্ষার জন্য। সুরক্ষা তো দূর, বিমা কোম্পানির ষড়যন্ত্রে মানুষ খুনও হচ্ছে। খুনি কে? তাঁর সন্ধানে নেমেছেন অভিনেত্রী সোনামণি সাহা। সঙ্গে অভিনেতা কিঞ্জল।
কিঞ্জল, সোনামণি ছাড়াও এই সিরিজে আছেন রজতাভ দত্ত, জন ভট্টাচার্য।

Videos similaires