অটো ও ট্রাকের সংঘর্ষে সাত মহিলার মৃত্যু হল কর্নাটকের বিদার এলাকায়। জখম হয়েছেন আরও ১১ জন। শুক্রবার রাতের দিকে চিট্টাগাপ্পা এলাকায় একটি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মৃত সাত মহিলাই শ্রমিক। তাঁরা কাজ সেরে অটোয় করে বাড়ি ফিরছিলেন। সে সময়ই একটি ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষ ঘটে।