বিপদ মুক্ত ইমরান খান, হামলার জন্য আঙুল তুললেন পাক প্রধানমন্ত্রীর দিকে

2022-11-04 1

বৃহস্পতিবার বিকালে পাকিস্তানের ওয়াজ়িরাবাদ জেলার গুজরনওয়ালার আলওয়ালা চকে ‘লং মার্চ’ করছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।