এ বার থেকে ‘ব্লু টিক’ কিনতে হবে টুইটারে, ঘোষণা সংস্থার নয়া মালিক ইলন মাস্কের

2022-11-02 1

মাসে আট ডলার খরচ করে নীল চিহ্ন (ব্লু টিক) কিনতে হবে টুইটার ব্যবহারকারীদের। কী কী সুবিধা মিলবে তাতে, জানালেন সংস্থার নতুন মালিক ইলন মাস্ক। তাঁর দাবি, এতে টুইটার ব্যবহারকারীদের হাতে আরও ক্ষমতা আসবে।