বুড়িমা’কে দেখতে রেকর্ড ভিড় কৃষ্ণনগরে

2022-11-02 10

জগদ্ধাত্রী পুজো মানেই কৃষ্ণনগরের ‘বুড়িমা’। বিগত কয়েক বছরের ভিড়কে টেক্কা দিয়ে এবার জনজোয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয়। বুধবার সকাল হতেই চাষাপাড়ার বুড়িমার মণ্ডপ চত্বরে লম্বা লাইন পড়ে যায়। এবার চাষাপাড়ার বুড়িমার পুজো ২৫০ বছরে পা দিল। এ বছর ৭ কেজি সোনার গয়না দিয়ে সাজানো হয়েছে বুড়িমাকে। নিরাপত্তার প্রয়োজনে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ।