ভয়াবহ আগুন শ্যামনগরের ব্যাটারি কারখানার গুদামে

2022-11-02 17

ভয়াবহ আগুন লাগল উত্তর ২৪ পরগনার শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানার গুদামে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছেন দমকল কর্মীরা। দমকল সূত্রে খবর, বুধবার বেলার দিকে এক্সাইড কারখানার গুদামে আগুন লাগে। গুদামে ব্যাটারির খোল তৈরির জিনিসপত্র মজুত করা ছিল। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে সারা কারখানা জুড়ে। আগুন পুরোপুরি নিভতে সময় লাগবে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।

Videos similaires