গুজরাতের সেতু বিপর্যয় প্রাণ কাড়ল বর্ধমানের হাবিবুলের

2022-11-02 1

গুজরাতের সেতু-বিপর্যয়ে প্রাণ গেল বর্ধমানের ১৭ বছরের হাবিবুলের। পূর্বস্থলী ২ ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের কেশববাটি এলাকার বাসিন্দা হাবিবুল। বাবা দিনমজুর। বাবা-মায়ের একমাত্র সন্তান হাবিবুল মাস কয়েক আগেই কাজের সূত্রে গুজরাতে কাকার কাছে গিয়েছিলেন। এগারো ক্লাসের পর সংসারের হাল ধরতে আর পড়া হয়নি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে তিন বন্ধুর সঙ্গে হাবিবুল ঝুলন্ত সেতুতে ছট-পুণ্যার্থীদের রীতি-রেওয়াজ দেখতে গিয়েছিলেন। সেই সময়েই বিপর্যয় ঘটে। তাঁর তিন বন্ধু গুরুতর আহত হলেও মৃত্যু হয় হাবিবুলের।

Videos similaires