শাহরুখের জন্মদিনে মন্নতের বাইরে অনুরাগীদের ভিড়
2022-11-02
1,394
৫৭-এ পা দিলেন বলিউডের বাদশাহ। সন্ধে নামার পর থেকেই মন্নতের সামনে বাড়তে থাকে শাহরুখ অনুরাগীদের ভিড়। প্রতি বারের মতো এ বারও মধ্যরাতে মন্নতের বারান্দা থেকে হাত নাড়েন ভক্তদের উদ্দেশে, সঙ্গী ছেলে আব্রাম।