বাল্য বিবাহ রুখতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ‘গোলাপ সুন্দরী’

2022-11-01 1

বাল্য বিবাহের বিরুদ্ধে প্রচার করতে চন্দননগরে এলেন ‘গোলাপ সুন্দরী’। আরামবাগের হেলানের বাসিন্দা খানাকুলের মাজপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় গত কয়েক বছর ধরে নিরলস প্রচার করে চলেছেন বাল্য বিবাহের বিরুদ্ধে। ‘গোলাপ সুন্দরী’ সেজে মেয়েদের পোশাক পরে পায়ে ঘুঙুর বেঁধে নেচে নেচে ছড়া কেটে মানুষকে সচেতন করে চলেছেন তিনি।

Videos similaires