পার্থ, অর্পিতা ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে

2022-10-31 3

আবেদন করেও জামিন পেলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ব্যাঙ্কশাল আদালতে আজ দু’পক্ষের সওয়াল জবাবের পর পার্থ এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিল আদালত। আদালতে নিজের জামিনের জন্য দরবার করেন পার্থ। বিচারককে তিনি বললেন, ‘‘আমাকে বাঁচতে দিন। অন্য দিকে, আদালতের অনুমতি সত্ত্বেও কোনও কারণে মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা। এমনকি, নিজের বোনের সঙ্গেও ফোনে যোগাযোগ করতে পারেননি। সোমবার আদালতের কাছে তাই মায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার আবেদন করেন অর্পিতা।