ঘাটাল ডুবলেও, দেখা নেই দেবের, খোঁচা হিরণের

2022-10-31 1

ঘাটাল ডুবলেও দেখা মেলে না এলাকার তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের। নাম না করে ঘাটালের সাংসদকে খোঁচা দিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা আর এক অভিনেতা হিরণ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে দেব কোনও মন্তব্য করেননি। তবে হিরণ ‘হীনন্মন্যতায় ভুগে’ এমন মন্তব্য করছেন বলে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল।