পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙন প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মালদহের মানিকচকে

2022-10-29 397

গত কয়েকবছর ধরে গঙ্গাঁ নদীর ভাঙণের কবলে উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কেশরপুর,গোবরধনটোলা,কালুটনটোলা সহ আটটি গ্রাম। প্রায় ১০হাজার ভোটার রয়েছে এই এলাকায়। ভাঙন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা না হলে পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করবেন বলে দাবি উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ছয় থেকে আটটি গ্রামের বাসিন্দারা।