ভাটপাড়ায় উদ্ধার হল তাজা বোমা

2022-10-26 1,051

বম্ব স্কোয়াডের তল্লাশি চলাকালীন উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় রেললাইনের ধার থেকে উদ্ধার হল তাজা বোমা। পাশাপাশি, পাওয়া গিয়েছে একটি রহস্যজনক বাক্সও। মিলেছে একটি ব্যাগও। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ওই বাক্সটি। মঙ্গলবার সকালে বোমা ফেটে শিশুমৃত্যুর পর ওই এলাকা জুড়ে চালানো হয় চিরুনিতল্লাশি।