ব্রিটেনের নেতৃত্বে ভারতীয় বংশোদ্ভূত, কে এই ঋষি সুনক?

2022-10-25 1

তাঁর পরিবার আদতে পঞ্জাবের। বাবা-মায়ের জন্ম পূর্ব আফ্রিকায়। ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীর জন্ম যদিও হ্যাম্পশায়ারে। ঋষি সুনকের সঙ্গে ভারতের আরও একটি যোগাযোগ রয়েছে। ইনফোসিসের কর্ণধার নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ তিনি।