অনুব্রত ছাড়া নমো নমো করে কালীপুজো

2022-10-24 2

অনুব্রত মন্ডলের বর্তমান ঠিকানা জেল। তাই নমো নমো করে সারা হল তাঁর কালীপুজো। প্রত্যেক বছর এই কালীপুজাকে কেন্দ্র করে থাকে উন্মাদনা। প্রতিমাকে দেখতে ভিড় জমাতেন বাইরের মানুষেরাও। সাথে থাকত নেতা-কর্মীদের ভিড়। কিন্তু এবার অনুব্রত মন্ডল জেলে থাকায় তেমন জৌলুস নেই সেই পুজোয়। চোখে পড়েনি নেতা কর্মীদের উন্মাদনাও।