দুর্ঘটনা না ঘটলে বাজি ভুলে আলোর উৎসবের গুরুত্ব বুঝতাম না: রণজয়

2022-10-24 836

বাজি কখনও অন্ধকার হয়ে আসে। বাজিমাত হয় না। অভিনেতা রণজয়ের খুব কাছের মানুষ তাঁর দিদিমা। রণজয় তাঁকে 'মা' বলে ডাকতেন। এক বার বাজির আওয়াজে তাঁর কান বন্ধ হয়ে যায়। শোনার ক্ষেত্রে দেখা দেয় সমস্যা। সেই দুর্ঘটনা চোখ খুলে দেয় অভিনেতার। শব্দ নয়, আলোর উৎসবকে তার পর থেকেই জীবনে বড় করে দেখেন অভিনেতা। সেই অন্ধকারের স্মৃতির ভেতর থেকে আলো নিয়ে নানা মুহূর্তের জন্ম দিলেন অভিনেতা, শুধু আনন্দবাজারের জন্য।