আসন্ন দুর্যোগের আবহেও থিকথিকে ভিড়, কিন্তু রবিতে দিঘায় পৌঁছে হতাশ হলেন পর্যটকরা
2022-10-23 734
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রং। এই আবহেও রবিবাসরীয় ছুটিতে থিকথিকে ভিড় দিঘায়। তবে সমুদ্রসৈকতে পৌঁছে হতাশ হতে হল পর্যটকদের। কারণ ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে সমুদ্রে পর্যটকদের নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।