হিম রাত,পার্থেনিয়ামের জঙ্গল, হঠাৎ শুনলাম সেই হাড় কাঁপানো চিৎকার!
2022-10-23
151
"খড়দাহ-র বাড়িতে হঠাৎ মৃত্যু হয় আমার ঠাকুমার। বাবা তখন পাঁচ। তার পর থেকে শুনেছি পরিবারের অনেকেই বিশ্বাস করতেন ঠাকুমা বাড়ি থেকে চলে যাননি। লম্বা অন্ধকার দালান পেরিয়ে যেতে গেলেই মনে হত, ঠাকুমা পেছন থেকে দেখছেন।