মাঝরাতে চাকরিপ্রার্থীদের অবস্থানে পুলিশি হানা, প্রতিবাদে পথে বাম বিদ্বজনেরা

2022-10-22 4

করুণাময়ীতে টেট উত্তীর্ণদের আন্দোলনে পুলিশি অভিযানের প্রতিবাদে আবার সরব কলকাতা। পথে নামলেন বামপন্থী বিদ্বজনেরা। ভিক্টোরিয়া হাউস থেকে শুরু হয় নাগরিক মিছিল। অংশ নেন পবিত্র সরকার, চন্দন সেন, অনীক দত্ত-সহ আরও অনেক শিক্ষা ও সংস্কৃতি জগতের ব্যক্তিত্ব। তাঁদের সঙ্গে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও কংগ্রেস নেতা আব্দুল মান্নান।