মা ভবতারিণী রূপে সেজে উঠলেন শ্রুতি, সাক্ষী থাকল আনন্দবাজার অনলাইন

2022-10-20 10

ছোটবেলা থেকেই কালী ভক্ত শ্রুতি। একরাশ খোলা চুল, মুখের আদল অবিকল যেন মা ভবতারিণী। আরতির সময় এক অদ্ভুত অনুভূতি তাঁকে আচ্ছন্ন করে রাখে। তাই ঘুরে ফিরে মা কালীর চরিত্রে অভিনয়ই তাঁকে টানে বেশি।
রূপটান শিল্পী মুক্তি যখন মা ভবতারিণী হিসাবে তাঁকে সাজানোর প্রস্তাব দেন, শ্রুতির মন আনন্দে নেচে ওঠে। মা ভবতারিণী শ্রুতির স্বপ্নে আসেন। মার সঙ্গে স্বপ্নের কথা শেয়ারও করেন।

Videos similaires