নতুন ‘রাজা’ রজার, মহারাজ রেখে গেলেন ৯ হাজার কোটি টাকা

2022-10-19 507

প্রাক্তন হয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের নতুন প্রেসিডেন্ট হলেন বিশ্বকাপ জয়ী (১৯৮৩) অলরাউন্ডার রজার বিন্নী। সৌরভ এবং জয় (শাহ) যখন বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন, তখন কোষাগারে ছিল ৩,৬৪৮ কোটি টাকা। তিন বছর সময়ের মধ্যে সেই কোষাগার আরও ফুলে ফেঁপে দাঁড়িয়েছে ৯,৬২৯ কোটি টাকায়। সৌরভের নেতৃত্বাধীন বোর্ড আয় করেছে ৬,০০০ কোটি টাকা। বোর্ডের সাধারণ বার্ষিক সভায় জানিয়েছেন বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমল।