Mallikarjun Kharge: কংগ্রেসের নয়া সভাপতি সম্পর্কে জানুন

2022-10-19 6

কংগ্রেসের নয়া সভাপতি হচ্ছেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের সভাপতি নির্বাচনে শশী থারুরকে পিছনে ফেলে দেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের সভাপতি নির্বাচনে মল্লিকার্জুন খাড়গে পান ৭ হাজার ভোট। অন্যদিকে শশী থারুর পান ১০০০ ভোট।