আশি বছরে এভারেস্ট জয়ের স্বপ্ন দেখছেন অমিতাভ

2022-10-19 1

নভেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ড্রামা ঘরানার ‘উনচাই’ ছবিতে অমিতাভ আবার আসছেন। এভারেস্ট পৌঁছবেন তিনি। সঙ্গে কর নীনা গুপ্তা, পরিণীতি চোপড়া, বোমান ইরানি, অনুপম খের, সারিকা, ড্যানি ডেনজংপা। এক বন্ধুর জন্য কয়েক জন বন্ধুর বেশি বয়সের পাহাড় ছোঁয়ার গল্প। উঠতে গিয়ে ধাক্কা খাবেন অমিতাভ? 'উনচাই' কে ঘিরে এখন সেই প্রশ্ন।