এবার একটি পাইথনের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। যে ভিডিয়োতে একটি পাইথনকে তরতরিয়ে সিঁড়ির রেলিং বেয়ে উপরে উঠতে দেখা যায়। কালো রঙের বিশালাকার সাপ দেখে ভয়ে কাত নেট জনতা।