মোষের গুঁতোয় মৃত্যু হল প্রৌঢ়ের, পুরুলিয়ায় ‘কাড়া’ চলাকালীন ঘটল দুর্ঘটনা

2022-10-16 12

মোষের লড়াই চলাকালীন গুঁতোয় মৃত্যু হল এক প্রৌঢ়ের। রবিবার এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার পারা থানার হাতিমারা এলাকায়। পদপিষ্ট হওয়া ওই প্রৌঢ়কে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।