বৌবাজারের ঘটনায় মেট্রোকে দোষ দিলেন নয়না, সেলিমের নিশানায় মমতা

2022-10-14 6

বৌবাজারে ফের ফাটল আতঙ্ক। মদন দত্ত লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিটে বাড়ি ও দোকানে ফাটল। ঘটনাস্থলে এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, খতিয়ে দেখলেন গোটা পরিস্থিতি। ‘এখন রাজনীতি করার সময় নয়’, এলাকায় গিয়ে পাশে থাকার বার্তা বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার পুর প্রতিনিধি সজল ঘোষের। প্রাক্তন সাংসদ তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই ঘটনায় দোষ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Videos similaires