মানিককে দেখেই ‘চোর’ স্লোগান, জুতো না মারতে পেরে ‘আফশোস’ সজলের!
2022-10-11
3
পার্থ, অনুব্রতর পর এবার মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও উঠল ‘চোর’ স্লোগান। মঙ্গলবার বেলা ৩টে নাগাদ ব্যাঙ্কশাল কোর্টে পেশের আগে বিচার ভবন দিয়ে হেঁটে আসার সময় তাঁকে দেখে ‘চোর’ স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা।