Ukraine-এর শহরে ভয়াবহ হামলা রাশিয়ার, ধোঁয়ায় ঢাকল কিভ
2022-10-10
3
ইউক্রেনের শহরগুলিতে ফের হামলা শুরু করেছে রাশিয়া। কিভ-সহ ইউক্রেনের একাধিক শহরে পরপর হামলা শুরু করেছে রুশ সেনা। মস্কোর ভয়াবহ হামলার জেরে ইউক্রেনের মানুষের উপর ফের বিপর্যয় নেমে আসতে শুরু করেছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।