ভারতীয় রাজনীতির মহীরুহ পতন, প্রয়াত মুলায়ম সিংহ যাদব

2022-10-10 1

উত্তরপ্রদেশের ৩ বারের মুখ্যমন্ত্রী, কেন্দ্রের দেবেগৌড়া সরকারের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী, গোবলয়ের ‘নেতাজি’ মুলায়ম সিংহ যাদব প্রয়াত। বয়স হয়েছিল ৮৩। প্রবীন নেতার মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।