ত্রিপুরায় পুজো কার্নিভাল

2022-10-09 0

শুক্রবার সাড়ম্বরের সঙ্গে ত্রিপুরায় পালন হল দুর্গাপুজোর কার্নিভাল। মা দুর্গার কৈলাসে গমনকে কেন্দ্র করে ভাসানের পর্বকে উৎসাহ উদ্দীপনার সাথে পালন করতেই কার্নিভালের আয়োজন ত্রিপুরা সরকারের। কার্নিভালের নাম মায়ের গমন। এই কার্নিভালের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

Videos similaires