দুবরাজপুরে একাদশীতে শতাব্দী প্রাচীন ‘কার্নিভাল’, দুর্গা মূর্তি বিসর্জনের সঙ্গে চলে লাঠি মেলা

2022-10-06 3,447

বর্গী হামলা থেকে বাঁচতে একসময় প্রায় প্রতি বাড়িতে লাঠি রাখার রেওয়াজ ছিল বীরভূমের কৃষ্ণনগর এলাকায়। শতাব্দী প্রাচীন সেই রীতি ঘিরেই আজও দুবরাজপুরের কৃষ্ণনগর গ্রামে বিজয়া দশমীর পরদিন বসে লাঠি মেলা। মেলা মূলত দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল, তবে লাঠি কেনাবেচাই ঐতিহ্য এই মেলার। এখানে লাঠি নিয়ে আসেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আর প্রতিমা বিসর্জনের টানে আসেন হিন্দুরা।

Videos similaires