West Bengal: বিসর্জনের সময় নদীতে হড়পা বান, মৃত্যু ৮ জনের

2022-10-06 9

প্রতিমা বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘনা। মঙ্গলবার প্রতিমা নিরঞ্জনের সময় জলপাইপাইগুড়ির মাল বাজারের মাল নদীতে আচমকা হড়পা বানের জেরে পরপর বেশ কয়েকজন ভেসে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত মাল নদীতে হড়পা বানের জেরে ৮ জনের মৃত্যু হয়েছে।