দুর্গাপুজোর উপচার: চালচিত্রের হালচাল
2022-10-04
7
এক সময় পটচিত্রে সেজে উঠত দুর্গাপ্রতিমার একচালা। আঁকা হত দশমহাবিদ্যা, রাম-রাবণের যুদ্ধের মত বিচিত্র বিষয়। আজ সেই চালচিত্র প্রায় অবলুপ্ত। থিমের জাঁকজমকে জৌলুস হারিয়েছে সাবেকি একচালা। দেবীর উপচারের আর এক পরম্পরার গল্প আনন্দবাজার অনলাইনে।