Durga Puja 2022: রাজ বাজালেন ঢাক, অষ্টমী জমে উঠল শুভশ্রীর

2022-10-04 2

অষ্টমীতে ছবি শেয়ার করলেন টলিউডের পাওয়ার কাপল। সুরুচি সঙ্ঘে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ঢাক বাজাতে দেখা যায় রাজ চক্রবর্তীকে। শুভশ্রীকে  সঙ্গে নিয়ে ঢাক বাজান রাজ। টলিউডের প্রথম শ্রেণির দম্পতির সঙ্গে দেখা যায় তাঁদের ছোট্ট যুবানকেও।