সামর্থ্য নেই, পুজোর আয়োজনে জমিদার বাড়ির পাশে এগিয়ে এলেন পড়শিরা

2022-09-30 2,408

এলাকায় এখনও ‘গালভরা জমিদার বাড়ি’ হিসেবেই পরিচিত। কিন্তু আগের সেই অবস্থা আর নেই খাঁ পরিবারের। তাই বলে কি দুর্গাপুজো বন্ধ হয়ে যাবে? এগিয়ে এসেছেন প্রতিবেশীরা। তাঁরাই চাঁদা তুলে পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর গ্রামে জমিদার খাঁ বাড়ির দুর্গা পুজোর আয়োজন করেন।
প্রায় ৪০০ বছরের পুরনো এই পুজো। আজও দাঁড়িয়ে রয়েছে ভাঙাচোরা দুর্গামন্দির। খাঁ পরিবারের সদস্যা লতিকা খাঁ বলেন, ‘‘এক সময় স্বচ্ছল ছিলাম। ধূমধাম করে পুজো হত। কয়েকশো মানুষের খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকত। এখন পাড়ার সকলে মিলে পুজোর দায়িত্ব নিয়েছেন।’’

Videos similaires