উত্তরবঙ্গের অসুর সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করেন মহিষাসুর তাঁদের পূর্বপুরুষ। সেই মহিষাসুরকে বধ করেছিলেন দুর্গা। তাই পুজোর কোনও অনুষ্ঠানে সামিল হন না তাঁরা। উল্টে রীতি রয়েছে অসুর পুজোর।