প্রস্তুতি ছাড়াই এক দিনে রূপবতী হবেন কেমন করে

2022-09-30 1

দুগ্গা এখন চারিদিকে। কাজের ঝামেলায় নিজের যত্ন নেওয়া হয়নি। তাতে কী? অভিনেত্রী লহমা ভট্টাচার্য যেমন পৌঁছে গেলেন শর্মিলা সিংহ ফ্লোরার কাছে। এক দিনে ঠিক কী কী করলে মনে হবে আপনার ত্বক তাজা, সাজ নবীন? জানিয়ে দিচ্ছেন রূপ বিশেষজ্ঞ শর্মিলা সিংহ ফ্লোরা।