মাটি নয়, ভিন্ন উপাদানে প্রতিমা গড়েন চুঁচুড়ার কলেজ পড়ুয়া দীপ্তরূপ
2022-09-29
2
দীপ্তরূপের এই কাগজের প্রতিমা পাড়ার গণ্ডি ছাড়িয়ে পরিচিতি পেয়েছে চুঁচুড়ার অন্যত্রও। প্রায় এক মাস ধরে কাগজ কেটে সম্পূর্ণ প্রতিমার রূপ দিয়েছেন দীপ্তরূপ। নিজের গড়া প্রতিমা নিজেই পুজো করেন দীপ্তরূপ।