বেহালা নতুন দলে পুজোর চমক

2022-09-29 0

করোনা ভয় কাটিয়ে দু'বছর পর এবার দুর্গাপুজোয় মেতে উঠেছে মহানগরবাসী। কলকাতায় পুজো ঘিরে সাজো সাজো রব। ইতিমধ্যেই কলকাতার অধিকাংশ বড় পুজোরই উদ্বোধন হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঠাকুর দেখাও শুরু করে দিয়েছে মানুষ। প্রতিবছরের মতো এবারও বেহালা নতুনদলের পুজোয় নয়া চমক, এক নজরে দেখে নিন কেমনভাবে সেজে উঠেছে এবারের মণ্ডপ।

Videos similaires