নবরাত্রিতে 'ব্রত থালি' IRCTC-র, কী থাকছে?
2022-09-28
0
নবরাত্রি উপলক্ষে বিশেষ থালির আয়োজন করল আইআরসিটিসি। যাত্রীদের জন্য বিশেষ নিরামিশ থালি রাখা হয়েছে। পেঁয়াজ, রসুন ছাড়া এই থালির নাম দেওয়া হয়েছে ব্রত থালি। নবরাত্রির কয়েকদিন চারশটি স্টেশনে এই বিশেষ খাবার পাবেন রেলযাত্রীরা। এই সময় ডিজিটাল।