নারকোটিক ফরেন্সিক বিভাগে নিয়োগ
2022-09-28
0
নারকোটিক ফরেন্সিক বিভাগে অবিলম্বে শূণ্যপদে নিয়োগ করতে হবে বলে মঙ্গলবার রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। এতদিন কেন নিয়োগ হয়নি সে সম্পর্কেও রাজ্যোর কাছে জবাব চায় আদালত। রাজ্যের পক্ষে হাইকোর্টে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচীব বি পি গোপালিকা।