চোলাই মদের বিরুদ্ধে যুদ্ধজয়, মনোহরপুরের গ্রামে লোকের মুখে এখন শুধুই ‘দুর্গা’নাম

2022-09-27 4

বিষমদ খেয়ে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। অকালে প্রাণ গিয়েছে এলাকার অনেক যুবকেরও। সেই গ্রামে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পরিচিত মুখ দুর্গা। তাঁর তৈরি প্রমিলা বাহিনীর কারণেই আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় কার্যত নিশ্চিহ্ন চোলাই মদের কারবার।
খুব কম বয়সেই বিধবা হন মনোহরপুরের দুর্গা মালিক। স্বামীর মৃত্যুর সংসারের হাল ধরতে তিনি মাছ বেচা শুরু করেন। তারই সঙ্গে মদের কারবারের বিরুদ্ধে যুদ্ধঘোষণা। তিলে তিলে গ্রামের মহিলাদের নিয়ে গড়ে তোলের প্রমিলা বাহিনী। প্রতি দিন সকাল-সন্ধ্যায় পালা করে লাঠি হাতে গ্রামে টহল দিতেন বাহিনীর সদস্যেরা। প্রথম দিকে বহু সমস্যার সম্মুখীন হলেও পরবর্তীকালে প্রশাসনের সাহায্য নিয়ে মনোহরপুর এলাকায় চোলাই মদের কারবার বন্ধ করে দুর্গার বাহিনী।