শ্রীশ্রী চণ্ডিকার ধ্যান মন্ত্র ও বাংলা অর্থ
ওঁ বন্ধুক-কুসুমাভাসাং পঞ্চমুণ্ডাধিবাসিনীম্
স্ফুরচ্চন্দ্রকলা-রত্ন-মুকুটাং মুণ্ডমালিনীম্ ।
ত্রিনেত্রাং রক্তবসনাং পীনােন্নতঘটস্তনীং
পুস্তকঞ্চাক্ষমালাঞ্চ বরঞ্চাভয়কং ক্ৰমাৎ ৷
দধতীং সংস্মরেন্নিত্যমুত্তরাম্নায়মানিতাম্॥
যিনি বন্ধুকপুষ্পবর্ণা ও শিববাপরি সংস্থিতা উদীয়মান চন্দ্রকলা যাঁহার মুকুটরত্নরূপে বিরাজিত যিনি নর-মুণ্ড-মালা-শােভিতা ও উন্নত-ঘটবৎ- স্তনযুগলসংযুক্তা যিনি ত্রিনয়না ও রক্তবসনা যিনি চারিহস্তে যথাক্রমে পুস্তক ও রুদ্রাক্ষমালা এবং বরমুদ্রা ও অভয়মুদ্রা ধারণ করেন সেই আগমশাস্ত্র প্রতিপাদ্যা মহাদেবীকে নিত্য উত্তমরূপে ধ্যান করিবে।
কালীং রত্ন-নিবদ্ধ-নূপুর-লসৎ-পাদাম্ বুজামিষ্টদাং
কাঞ্চী রত্নদুকূল হারললিতাং নীলাং ত্রিনেত্রোজ্জ্বলাম্
শূলাদ্যস্ত্রসহস্ৰমণ্ডিত ভুজামুক্ত পীনস্তনীং
আবদ্ধামৃতরশ্মিরত্নমুকুটাং বন্দে মহেশপ্রিয়াম্॥
যাঁহার পাদপদ্মযুগল রত্নখচিত-নূপুর-শােভিত যিনি মনােভীষ্টদায়িনী যিনি মেখলা রত্নময় বস্ত্র ও মণিহার পরিহিতা যিনি নীলবর্ণা ত্রিনয়নােজ্জ্বলা সহস্রভুজে শূলাদি অস্ত্রধারিণী ও উর্ধ্বমুখ স্তনযুগলশােভিতা এবং যিনি অমৃতবর্ষিণী রশ্মিযুক্তা রত্নখচিত মুকুটধারিণী সেই শিবপ্রিয়া কালীকে বন্দনা করি।
যা চণ্ডী মধুকৈটভাদিদৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী
যা ধূম্রেক্ষণচণ্ডমুণ্ডমথনী যা রক্তবীজাশনী।
শক্তিঃ শুম্ভনিশুম্ভদৈত্যদলনী যা সিদ্ধিদাত্রী পরা
সা দেবী নবকোটীমূর্তিসহিতা মাং পাতু বিশ্বেশ্বরী॥
যে চণ্ডিকা মধুকৈটভাদি-দৈত্যনাশিনী,যিনি
মহিষাসুরমর্দিনী যিনি ধূম্রলােচন-চণ্ডমুণ্ডাসুর- সংহারিণী যিনি রক্তবীজ-ভক্ষয়িত্রী যে মহাশক্তি শুম্ভনিশুম্ভাসুর- বিনাশিনী ও শ্রেষ্ঠা সিদ্ধিদাত্রী এবং নবকোটী-সহচরী-পরিবৃতা সেই জগদীশ্বরী দেবী আমাকে পালন করুন ।
মধ্যে সুধাবধিমণিমণ্ডপ-রত্ন-বেদী-
সিংহাসনােপরিগতাং পরিপীতবর্ণাম্ ।
পীতাম্ বরাং কনকভূষণমাল্যশােভাং
দেবীং ভজামি ধৃতমুদগরবৈরিজিহ্বম্॥
সুধাসমুদ্রের মধ্যে মণিমণ্ডপস্থ রত্নবেদীস্থিত সিংহাসনে সমাসীনা উত্তমপীতবর্ণা পীতবস্ত্রপরিহিতা স্বর্ণালঙ্কার ও মাল্য-শােভিতা এবং হস্তে মুদগর ও শত্রুজিহ্বাধারিণী দেবীর ধ্যান করি ।