পুজোর উদ্বোধন, দেবীর চক্ষুদান মুখ্যমন্ত্রীর

2022-09-25 1

কোথাও পুজো উদ্বোধন, কোথাও দেবীর চক্ষুদান— মহালয়ায় মণ্ডপ থেকে মণ্ডপ ঘুরে বেড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উদ্বোধন করলেন বাবুবাগান, যোধপুর পার্ক, যোধপুর পার্ক ৯৫ পল্লি, সেলিমপুরের পুজো। করলেন চেতলা অগ্রণীর দেবীমূর্তির চক্ষুদান। গত বৃহস্পতিবারই কলকাতায় পুজোর উদ্বোধন শুরু হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত ধরে। ওই দিন শ্রীভূমি, টালা প্রত্যয় এবং সল্টলেক এফডি ব্লকের পুজো উদ্বোধন করেছিলেন তিনি।