নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরে ফেললেন ইরা খান। একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তরফে ইরা এবং নূপুরের বাগদানের ভিডিয়ো শেয়ার করা হয়। যা দেখে আমির খানের অগণিত অনুরাগী ইরা-নূপুরকে ভালবাসায় ভরিয়ে দেন।